কাউখালী প্রতিনিধি>কাউখালীতে শিক্ষার্থীরা ২য় ডোজের টিকা নিতে এসে হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের হামলায় ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে গুরুতর আহত অবস্থায় কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো উপজেলার হোগলা বেতকা স্কুলের দশম শ্রেনীর ছাত্র মারুফ হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৫), একই স্কুলের দশম শ্রেনীর ছাত্র ফারুক হোসেনের ছেলে সাবিক হোসেন (১৭), একই স্কুলের দশম শ্রেনীর ছাত্র জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ শিবলী।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার ২য় দিনের মত ২য় ডোজ টিকা কার্যক্রম চলে। এসময় কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে টিকা গ্রহণ করবে এ নিয়ে আইরণ জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয় এবং হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আধিপত্য নিয়ে বাক বিতন্ড শুরু হয়।
এক পর্যায়ে শিক্ষকদের হস্তক্ষেপে তখন থেমে গেলেও হোগলা বেতকার শিক্ষার্থীরা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে উত্তর বাজার লঞ্চ ঘাট এলাকায় নদী পারাবার সময় তাদের উপর হামলা চালায় আইরণ এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর সাথে যোগ দেয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ব্লেড, চাকু দিয়ে অন্য শিক্ষার্থীদের উপর হামলা করে করে বলে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থী সিয়াম জানান।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন,ওসি বনি আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কাউখালী থানার ওসি বনি আমিন জানান, ঘটনাটি সত্য অনাকাক্সিখত ঘটনা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।