সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি> গাইবান্ধার জেলায় করোনার টিকা প্রদানে সুন্দরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা প্রশাসনের পক্ষ হতে সুন্দরগঞ্জ উপজেলা করোনা টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার আবুল ফাত্তার হাতে সম্মাননার স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, সিভিল সার্জন ডাক্তার আঃ মঃ আখতারুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
করোনার টিকা প্রদানে সরকারের নির্দেশনা মোতাবেক ৭০ ভাগ লক্ষমাত্রা অর্জন করতে হতে। সে স্থালে সুন্দরগঞ্জ উপজেলা প্রথম ধাপে বা ডোজে ৯০ ভাগ এবং ২য় ধাপে বা ডোজে ৭৮ ভাগ অর্জন করতে সক্ষম হয়। যা জেলার অন্যান্য উপজেলার সহায়ক হিসেবে কাজ করেছে।
সে কারণে জেলা প্রশাসনের পক্ষ হতে করোনা টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সুন্দরগঞ্জ উপজেলা করোনা টিমের পক্ষ হতে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT