খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগের ১ম সবক ও দােয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কালনা আমিনিয়া মাদরাসার হলরুমে কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগে মাদ্রাসা ও জামায়াত ইসলামীর উদ্যোগে সবক ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশ জামায়াত ইসলামীর কেদ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিতি হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। কালনা মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেকে দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। সেজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনেে মনাযােগী হতে হবে। তিনি প্রকৃত মানুষ হিসাব নিজেক গড়ে তুলতে মােবাইল ফােন ব্যবহার পরিহার করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।
সবক ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী। কালনা আমিনিয়া মাদরাসার উপধ্যাক্ষ এম মহিববুল্লাাহ ও সহকারী অধ্যপক এম আইয়ুব আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেদ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করন খুলনা জলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গােলাম সরয়ার, খুলনা নেছারিয়া মাদরাসার উপাধাক্ষ মাওলানা ডিএম নুরুল ইমলাম, কালনা আমিনিয়া মাদরাসার সাবক উপাধাক্ষ মাওলানা আব্দুল গনি, কয়রা উপজেলা জামায়াতের সেক্রটারী মাওলানা সাইফুল্যাহ, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রশিদ ইসলামপুরী, কালনা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শাহাবাজ আলী, মাওলানা জাকারিয়া হুসাইন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম শরিফুল আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT