1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানাছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শিগগিরই আসছে: আসিফ মাহমুদ চিটাগংকে কাঁদিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল ঢাকা ও দিল্লির মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা কিশোরগঞ্জে ছেলের জীবন বাঁচাতে অসহায় পিতা-মাতার আকুতি  কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উসকানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস উইং শেখ সেলিমের বনানীর বাসায় আগুন কিশোরগঞ্জে কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ দিবস উদযাপন  শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে দুদকের অনুসন্ধান অভিনেত্রী মেহের আফরোজ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানাছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

আসিফ জামান
  • প্রকাশ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

 155 বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি > দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ । বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য জানানো হয় ।

রুহিয়া থানা কমিটিতে হেলাল হোসেনকে সভাপতি ও রেজওয়ানুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে । এছাড়াও হরিপুর থানা কমিটিতে সাদেকুল ইসলামকে সভাপতি ও শামীম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে ।

ঘোষিত রুহিয়া থানার কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- রাফসান জানি রুবেল, হুমায়ুন কবির, প্রবীর কুমার রায়, মাসুদ রানা সরকার, মঞ্জু আলম তানিম, ফিরোজ জামান, মানিক ইসলাম, সোহাগ হোসেন, হযরত আলী, রিমু সরকার, অরবিন্দ সেন, সাদেকুল ইসলাম ও রুহুল আমিন রুবেল ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আনিসুর রহমান, স্বরুপ কুমার সেন, আবির সরকার, হৃদয় রায়, আলমগীর হোসেন, সোহাগ সালমান, লিটন রানা, শামসুদ্দিন টিব্রিজ বাবু ।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মো. রানা, মনোতোষ চন্দ্র রায়, সাকিব উল ইসলাম বাদশাহ, মাহিন ইসলাম, সিদ্দিকুল ইসলাম, নাজমুল ও রনি ইসলাম।ঘোষিত হরিপুর থানা কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- রফিকুল ইসলাম রফিক, শাকিল রানা পারভেজ, ইয়াসিন আলী, মাহিদুল সরকার বাপ্পি, সবুজ শর্মা, লিয়াকত আলী বাপ্পি, আরিফুর রহমান প্রধান (আলিফ), মাসুম বিল্লাহ ও মুরাদ হোসেন ।


যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- মাসুদ রানা, উজ্জ্বল হাসান রাজবীর, মো. ওমর, ওমর ফারুক লিটন, মওদুদ আহমেদ মনি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন- লামিয়া তালুকদার বৈশাখী, মো. আশিক, কামরুজ্জামান, রাশেদুজ্জামান রনি ও খোকন শর্মা । 

রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পরপরই আনন্দ মিছিল করে নেতাকর্মীরা । তারা একে অপরকে মিষ্টিমুখ করায় ।ঘোষিত রুহিয়া থানা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, সংগঠন আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে । অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো । 
এদিকে ঘোষিত হরিপুর থানা কমিটির সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, ছাত্রলীগকে আরও শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো । ছাত্রলীগ হবে সংগঠনের ও প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন ।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ছাত্রলীগের দায়িত্ব যাদেরকে দেয়া হলো তারা অবশ্যই সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে । আমরা আশা করি ঘোষিত কমিটির নেতৃবৃন্দের হাত ধরেই থানা এলাকায় ছাত্রলীগ সুসংগঠিত হবে এবং শাক্তিশালী সংগঠন হয়ে কাজ করবে ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park