পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা
মোঃ সাইফুল ইসলাম (কটিয়াদী কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদীতে পান্না আক্তার(১৯)নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।পান্না আক্তার একই গ্রামের মারফত আলীর স্ত্রী।
নিহত পান্নার পরিবারের অভিযোগ যৌতুক না পেয়ে স্বামী ও তার শশুরবাড়ীর লোকজন পান্নাকে হত্যা করে মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।নিহত পান্না আক্তারের পিতা আবু বাক্কার ছিদ্দিক বলেন,এ বছরের ২৬ জুন পারিবিারিক ভাবে পান্নাকে মারফত আলীর সঙ্গে বিয়ে দিই।
বিয়ের পর থেকেই শারিরীক এবং মানসিক ভাব নির্যাতন করতো স্বামী মারফত আলী।গতকাল শুক্রবার দুপুরের দিকে পান্নার স্বামী ও শশুরবাড়ীর লোকজন পান্নাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন বিয়ের সময় মারফত আলীকে যৌতুক বাবদ ১লাখ ৭০ হাজার টাকা দিয়েছি।কিছুদিন পর মারফত আলী আরও ১ লাখ টাকা দাবি করে।দাবিকৃত টাকা না পেয়ে আমার মেয়েকে মেরে ফেলেছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT