1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায়  সততাই সাংবাদিকতার মূলমন্ত্র : কাদের গনি চৌধুরী জমিদারহাট বি.এন. উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাক্তন ছাত্র আবু ইউসুফকে সম্মাননা এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন চকরিয়ায় ব্যবসায়ীসহ ২ জন খুন বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা রাজাপুরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’র লিফলেট বিতরণ। ড. এ. কে. ফজলুল হক দক্ষিণ কোরিয়ায় GHAN আন্তর্জাতিক কর্মশালায় যোগদান নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মাভাবিপ্রবির  ৫ জন গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া।

কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
কটিয়াদীতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কটিয়াদী পৌরসভার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের  সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। 

অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের  সভাপতিতেত্ব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ এর সঞ্চালনায়   মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ,বিদ্যালয়ের বর্তমান সভাপতি হাদিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,

সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান,  অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমুখ। 

মত বিনিময় সভায় অতিথিরা বলেন,

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই শিক্ষার মান উন্নয়ন আমাদের সবার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা। শিক্ষার মান উন্নয়ন মানেই একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলা।

কিন্তু শুধু মানসম্মত শিক্ষা যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বিদ্যালয়  হতে হবে নিরাপদ পরিবেশের প্রতীক। শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত, সুস্থ পরিবেশ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বুলিং ও সহিংসতা থেকে রক্ষা—এসব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষার দিকেও নজর দিতে হবে।

বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।

মানসম্মত শিক্ষা আর নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তবে আজকের শিক্ষার্থীই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park