কটিয়াদী পৌরসভার বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিতেত্ব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ এর সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ,বিদ্যালয়ের বর্তমান সভাপতি হাদিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,
সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
মত বিনিময় সভায় অতিথিরা বলেন,
শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই শিক্ষার মান উন্নয়ন আমাদের সবার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা। শিক্ষার মান উন্নয়ন মানেই একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলা।
কিন্তু শুধু মানসম্মত শিক্ষা যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বিদ্যালয় হতে হবে নিরাপদ পরিবেশের প্রতীক। শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত, সুস্থ পরিবেশ, মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বুলিং ও সহিংসতা থেকে রক্ষা—এসব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষার দিকেও নজর দিতে হবে।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
মানসম্মত শিক্ষা আর নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তবে আজকের শিক্ষার্থীই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে।