43 বার পঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে কটিয়াদীতে জাতীয় নাগরিক কমিটি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সংগঠনের স্থানীয় নেতারা বীর শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তাঁরা কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠক জিসান আজাদ, আব্দুল্লাহ আল মামুন শাকিল, ইমরানুল হক দিদার, ডা. শামীম ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সংগঠক ফারদিন খান রাব্বী, রাহুল খান, রাজিব ভূঁইয়া প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতারা চব্বিশের জুলাই অভ্যুত্থানকে জাতীয় মুক্তির পথে একাত্তরের ধারাবাহিকতা উল্লেখ করে ফ্যাসিবাদী ব্যাবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধে বীর শহীদেরা যে আকাঙ্ক্ষা নিয়ে আত্মবলিদান দিয়েছিলেন; তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন।