210 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন কোম্পানির ডাক্তার ভিজিট করণের স্যাম্পল অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে ২ঔষধ ব্যবসায়ীকে অর্থ দণ্ড আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর- ই-আলম সিদ্দিকী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ সময় সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে উপজেলার মেডিকেল মোড় অবস্থিত আর,ডি মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী রেজোয়ান হোসেনের ১০ হাজার টাকা জরিমানা ও আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ১০কাটুন স্যাম্পল ট্যাবলেট,ক্যাপসুল জব্দ করেন।
একই অপরাধে পাশের ওষুধ ব্যবসায়ী লায়ন ফার্মেসির স্বত্বাধিকারী তোফায়েল আহমেদ লায়নের ১ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই- আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান,আর,ডি মেডিসিন কর্নারের জব্দকৃত ১০ কাটুন ওষুধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে।