177 বার পঠিত
কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর বিকৃত করায় এ আর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবার।
বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় গানটিতে নিজের মতো করে সুর দেওয়ায় বাংলাদেশ ও ভারতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতায় এক সংবাদ সম্মেলন করে মামলা দায়েরের সিদ্ধান্তের বিষয়টি জানায় কবি নজরুলের পরিবার।
কবি নজরুলের দুই ছেলে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্রের দুই ছেলেমেয়ে খিলখিল কাজী ও কাজী অরিন্দম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তারা জানান, ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর বিকৃত করায় অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে ভারতে যেমন মামলা হবে, তেমনই বাংলাদেশেও মামলার প্রস্তুতি চলছে।
কাজী নজরুলের নাতি কাজী অরিন্দম আবার বলেন, এটা শুধু একটা গান নয়, এটা একটা আন্দোলন, একটা ইতিহাস। বহু স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস এর সঙ্গে জড়িয়ে আছে। ‘পিপ্পা’ ছবির নির্মাতাদের গানটির ইতিহাস অধ্যয়ন করা উচিত ছিল। আমরা চাইব গানটি সিনেমা থেকে প্রত্যাহার করে মূল সুরটি ফিরিয়ে আনা হোক।
এদিকে সিনেমাটির নির্মাতা সংস্থার দাবি, তারা চুক্তি অনুযায়ীই গানটির সুর বদল করে ব্যবহার করেছে। তবে কাজী অনির্বাণ বলছেন, ‘ওই চুক্তিতে সাক্ষী হিসাবে আমি ছিলাম, কিন্তু সেখানে কোনভাবেই সুর বা কথা বদলানোর অনুমতি আমার মা দেননি’।
অন্যদিকে খিলখিল কাজী ও কাজী অনির্বাণেরই ভাই কাজী অরিন্দম বলছেন, তারা এই চুক্তির কথা জানতে পেরেছেন বিতর্ক তৈরি হওয়ার পরে। তাদের না জানিয়েই অনির্বাণ কাজী কবির গানের স্বত্ব বিক্রি করেছিলেন বলে অভিযোগ করেন কাজী অরিন্দম।