প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল একুশে ফেব্রুয়ারি রাজধানীর ৩০০ ফিট জলসিরী মাঠে ৯ নং ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ৮ম আসর অনুষ্ঠিত।
বাড্ডার ৯ নাম্বার ক্রিকেট ক্লাব প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে যা মূলত বড়দের ও ছোটদের মধ্যে একটি মিলনমেলার একটি প্রচেষ্টা।
এবারের আয়োজনে মোট চারটি টিমে ৪৪ জন প্লেয়ার অংশগ্রহণ করে
তা ডিম গুলো হলো বোনাফাইড ফাইটার্স, বৃত্ত ওয়ারিয়র্স, ব্ল্যাক বুস্টার্স, ফুডিগুডি স্টারস।
প্রথম রাউন্ডে প্রতিটি টিম ৩টি করে ম্যাচ খেলে। বোনাফাইড ফাইটার্স ও বৃত্ত ওয়ারিয়র্স পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার ফাইনালে উঠে।
প্রথমে ব্যাটিং এ নেমে বোনাফাইট ফাইটার্স ৫ উইকেটের বিনিময়ে ৮ ওভারে ১২০ রানের টার্গেট দেয়। যার বিপরীতে বৃত্ত ওয়ারিয়র্স আট উইকেট হারিয়ে ৬৯ রান করে।বোনাফাইড ফাইটার্স৩৩ রানের জয় অর্জন করে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়।
ইম্পিয়ান ও রানার্স আপ টিমের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিটেক্স এর সিইও ও চেয়ারম্যান মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয় বোনাফাইড ফাইটার্স হামিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT