8 বার পঠিত
চা পরিবেশনের জন্য যে পাত্রে নেয়া হয় সেই টি পট সাধারণত সিরামিক, চীনামাটি, কাঁচ ও ধাতু হয়ে থাকে। এর দাম কতইবা হবে? তবে বিশ্বাস করেন আর নাইবা করেন, এমন একটা টি পটের দাম ২৬ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি টি পট এটি। কিন্তু কী আছে এই চায়ের পাত্রে? এর দাম এত কেন?
পাত্রটি আর পাঁচটা চায়ের পাত্রের মতই দেখতে। তবে এটি কিছুটা আলাদা হওয়ার কারণ হচ্ছে এটির মধ্যে রয়েছে অতি মূল্যবান সব রতœ। এই পাত্রের গায়ে এক হাজার ৬৫৮টি হিরার টুকরো বসানো আছে। সোনা আর রুপার পাতের উপর এই হিরাগুলো বসানো।চায়ের পাত্রটির ঢাকনায় রয়েছে আরও চমক।
ঢাকনায় হিরা নয়, বসানো আছে চুনি। ৩৮৬টি চুনি ব্যবহার করা হয়েছে ঢাকনাটি সাজিয়ে তুলতে। তবে এখানেই শেষ নয়। সোনা, রুপা, হিরা, চুনি তো রয়েছেই। সেই সঙ্গে চায়ের পাত্রটির হাতলটি তৈরি হয়েছে হাতির দাঁত দিয়ে। যা এই চায়ের পাত্রের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে।এমন রতœখচিত দামি ধাতু ও হাতির দাঁত দিয়ে তৈরি চায়ের পাত্র বিশ্বে দ্বিতীয়টি নেই। ইতালির এক গয়না প্রস্তুতকারক সংস্থা এটি তৈরি করেছে।
ভারতীয় মুদ্রায় ২৪ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৮৪ লাখ টাকা! এটিই বিশ্বের সবচেয়ে দামি টি পট।