272 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবিতে) ১২ রবিউল আউয়াল (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ শিক্ষার্থীবৃন্দদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন এলাকা থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভায় আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় অধ্যাপক ড. কাউসার মো. বাকী বিল্লার সভাপতিত্বে ও মো. আতিকুর রহমান এবং নিয়াজ মাখদুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মো. মাকসুদুর রহমান। এছাড়া মুসা হাসেমী, শাহীদ কাওসার, মো. আলাউদ্দিন, মো. সালমান, মো. মনির হোসেন, হাসিবুর রহমান, মুহাম্মদ সাইফুদ্দিন, সাইফুল্লাহ আল হাদী, ইসমাইল হোসেন, নুর-উল্লাহ লোকমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এ দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর আবির্ভাব ঘটে। তাই এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।
এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করেন এ দিনে । এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।