111 বার পঠিত
আজ ২৭ অক্টোবর শুক্রবার অভিযানের ১৬ তম দিনে পদ্মার বুকে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ২ জেলে কে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে ৬০০ মিটার ইলিশ ধরার জাল ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহন শাখা) সামস সাদাত মাহমুদ উল্লাহ্।
সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর সদরপুর অংশের বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরো অংশ গ্রহন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা ও সদরপুর থানার একদল পুলিশ।
অভিযানে মা ইলিশ ধরার অপরাধে ২ জন জেলেকে আটক করে ৪ হাজার টাকা জরিমানা, এবং জব্দ কৃত ৬ হাজার মিটার জাল নদীর পাড়ে পুরিয়ে ফেলা হয়। এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন আগামী ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।