ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকায় সি আর সি স্কুল ইবি শাখার ২০২৪-২৫ অর্থবছরের ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কাম ফর রোড চাইল্ড (সি আর সি) ইবি শাখার উদ্যোগে "থাকব একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন ক্লাসের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সি আর সি স্কুলের বর্তমান পরিচালক সাইফুল ইসলাম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি আর সি’র সহ-সভাপতি মোরছালিন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সি আর সি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক, সাবেক সভাপতি ও প্রথম স্কুল পরিচালক শাহীদ কাওসার, সাবেক সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন এবং বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক স্কুল পরিচালক মশিউর রহমান।
সভায় বক্তব্য প্রদানকালে সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, সি আর সি সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা এই শিশুদের মৌলিক অধিকার শিক্ষা প্রদানে সবসময় সচেষ্ট থাকব।
সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা আমাদের স্কুল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এছাড়াও শিশুদের ইসলামী ও নৈতিক শিক্ষায় সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সি আর সি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক বলেন, সি আর সি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় কাজ করবে এবং স্কুল পরিচালনাও সেই প্রচেষ্টার একটি অংশ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT