ইবি প্রতিনিধি >কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একটি বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিল করেছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৬তম সাধারণ সভার ৪৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে ২২ ডিসেম্বর ২০২৪ থেকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয় এবং একটি বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিল করা হয়।
এর আগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে সমকামীতা, শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের মিছিলে পাঠানো এবং নানাভাবে নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ জানান বিভাগের শিক্ষার্থীরা এবং এই শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে বিভাগের শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT