42 বার পঠিত
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) যৌথ উদ্যোগে উদযাপিত হলো “আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৪।”
রবিবার (১০ নভেম্বর) বেলা বারোটায় বাণিজ্য অনুষদের সামনে থেকে শুরু হয়ে র্যালি-টি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও বাণিজ্য অনুষদের সামনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শেলীনা নাসরীন, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. মোঃ আবু সাইনাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার এই দিবসটি পালিত হয়। পেশাদার হিসাববিদদের কাজে অনুপ্রাণিত করা, সাধারণ মানুষের মাঝে এই পেশার গুরুত্ব তুলে ধরা এবং তরুণদের এ পেশায় আগ্রহী করে তুলতেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে থাকে।