পাকিস্তান ম্যাচের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে একটা দুঃসংবাদ শুনেছে দল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই বিশ্বকাপে দলের সেরা ব্যাটার লিটন দাস। এই ইনজুরির জন্য শুক্রবার (৪ নভেম্বর) দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না তিনি। হোটেলে বিশ্রামে কেটেছে তার।
ম্যাচের ২৪ ঘণ্টা আগে শেষবারের মতো অনুশীলনেও সেই একই ঘটনা। এ দিনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি লিটন দাস। ৫ নভেম্বর দুপুরে অ্যাডিলেডের রোল্টন ওভালে বাংলাদেশ দল অনুশীলনে এসেছিল। সেখানে আগের দিনের মতো লিটনের অনুপস্থিতি জানিয়ে দিল ফিটনেস সঙ্কটে রয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।
লিটনের ইনজুরি নিয়ে শুক্রবার (৪ নভেম্বর) বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘লিটনের কিছুটা হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়েছে। তবে এটাকে ঠিক পুরো অর্থে চোট বলা যাবে না। হাঁটাচলা করতে পারছেন তিনি। তবে অতিরিক্ত সতর্কতার জন্য অনুশীলনে ডাকা হয়নি তাকে। বিশ্রামে রয়েছেন। আশা করছি পাকিস্তান ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন তিনি।’
কিন্তু ম্যাচের আগের দিনও অনুশীলনে না আসায় লিটন এখন পাকিস্তান ম্যাচের একাদশে থাকছেন কিনা- সেই আশঙ্কাও তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে লিটন ব্যাটিং ওপেন করেছিলেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সে ম্যাচে। মাত্র ২১ বলে ফিফটি করেন।
চলতি বিশ্বকাপে বলের হিসাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি। ম্যাচে মাত্র ২৭ বলে ৬০ রান করেন লিটন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে লিটন রানআউটের সময় পিছলে পড়েন। সেই চোটই তাকে ভোগাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT