136 বার পঠিত
আমতলী (বরগুনা) প্রতিনিধি>বরগুনার তালতলীতে জিআর ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার( ৩১ অক্টোবর )রাতে পুলিশের পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সিআর মামলার সওদাগর পাড়া এলাকার হান্নান মৃধা, নাসির মৃধা,দেন আলী,সুলতান ফকির, কবির মৃধা,এবং জিআর মামলার তালতলী পাড়া এলাকার নুরুল ইসলাম, খালেক এবং ওহাব আলী।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীরা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সে-সব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক কৃত আসামিদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।