রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুলছাত্রী (১১) ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনকে গ্রেফতার করতে সরদারপাড়া ফুয়াদ প্যালেস সংলগ্ন ছাত্রীনিবাসে অভিযান পরিচালনা করে রংপুর রেঞ্জ ডিবি পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৩ঘটিকায় রংপুর রেঞ্জের সাব ইন্সপেক্টর ফারুকীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের ভোটার আইডিকার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা একটি সক্রিয় মোবাইল সংযোগের অবস্থান এখানে দেখাচ্ছে। তাকে ধরতেই আমাদের এ অভিযান।
সরজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ যে বাড়িটি সনাক্ত করেছে তা একটি ছাত্রীনিবাস। সেখানে ১৪/১৫ জন মেয়ে থাকেন। কোনো নারী পুলিশ সদস্য না থাকায় তারা সেখানে অনুসন্ধান করতে ব্যর্থ হোন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT