প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ
পদোন্নতির দাবিতে আন্দোলনে ইউনিয়ন ভূমি কর্মকর্তারা
কুড়িগ্রাম প্রতিনিধি>ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ি পদোন্নতির দাবিতে কালোব্যাজ ধারণ করে আন্দোলনে নেমেছেন রৌমারী ও রাজীবপুর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা।
সোমবার(১৭ জানুয়ারী) সকাল থেকে আন্দোলনের অংশ হিসাবে কালোব্যাজ ধারণ করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তারা। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত তাদের এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির রৌমারী ও রাজীবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ২০১৩ সালের গেজেট মোতাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে এবং উপ-সহকারী কর্মকর্তাদের ১৭তম গ্রেড থেকে ১২তম গ্রেডে উন্নীত করা হয়।
কিন্তু রহস্যজনক কারণে তা স্থগিত করা হয়। পরে ইউনিয়ন ভূমি উপ-সহকারী নিয়োগ বিধিমালা-২০২১ জারি করা হয়। স্থগিত হওয়া বেতন স্কেল বৃদ্ধি ও নিয়োগ বিধিমালা-২০২১ মোতাবেক কার্যক্রম বাস্তবায়নের জন্য কালোব্যাজ ধারণ করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির রৌমারী-রাজীবপুর উপজেলার সাধারণ সম্পাদক ও বন্দবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রজব আলী বলেন, ১৭জানুয়ারি থেকে ২০জানুয়ারি পর্যন্ত আন্দোলনের অংশ হিসাবে কালোব্যাজ ধারণ করে অফিস করা হবে।
নির্ধারিত তারিখের মধ্যে দাবি না মানলে, আগামীতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রিয় কমিটির সিন্ধান্ত মোতাবেক আন্দোলন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT