প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী শিশু সংসদের শ্রদ্ধাঞ্জলি।
রাজবাড়ী প্রতিনিধি>প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দেশ ও বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। শহিদ মিনারগুলো ফুলে ফুলে শোভিত হয়েছে। গভীর শ্রদ্ধাভরে জাতি স্মরণ করছে ভাষা শহিদদের। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক সংগঠন রাজবাড়ী শিশু সংসদ।
সোমবার(২১শে ফেব্রুয়ারি) সকাল ৭ঃ১০ মিনিটে রাজবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলের ডালা দিয়ে শুভেচ্ছা জানান রাজবাড়ী শিশু সংসদের সদস্যবৃন্দু।এ-সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশু সংসদের সভাপতি মোঃ রেহান মাহমুদ জহির,সাধারণ সম্পাদক সাদমান সাকিব রাফি সহ অন্যান্য সদস্যবৃন্দু।
উক্ত সংগঠনের সভাপতি মোঃ রেহান মাহমুদ জহির বলেন অনেক সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য অনেকে জীবন দিয়েছে ১৯৫২ সালে।সেই শহীদদের ভাষা শহীদ হিসেবে চিনি। তাই আজকের ২১ শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি রাজবাড়ী শিশু সংসদ এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT