121 বার পঠিত
খাগড়াছড়িতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের বর্ণাঢ্য র্যালি ও নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন এ জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুলিশ লাইনে এসে শেষ করে। পরে ৬০ (ষাট) জন নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দিন, সদর ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দাশ, প্রশিক্ষক নুর আয়শা বেগম সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
উদ্বোধন কালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকের এ মহান নারী দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি লেডি বাইকারদের সহযোগিতায় নারী পুলিশ সদস্যদের স্কুটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আজকের নারী’রা কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন তারা। আমি যখন দেখি পাহাড়ে নারী’রা বাইক চালিয়ে বহুদূর পারি দেয়। সত্যিই মনে সাহস পায়। আমার নারী পুলিশ সদস্যরা পিছিয়ে থাকবে কেন। এজন্য আজকে থেকে মাসব্যাপী স্কুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। আমি চাইবো যতদিন না পরিপূর্ণ প্রশিক্ষণ শেষ হয় ততদিন প্রশিক্ষণ কর্মশালার অব্যাহত রাখা হয়।