প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৮:১০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে আদালতের নির্দেশে নর্থ পল্ট্রি ফার্মের প্রাচীর ভেঙে দিল প্রশাসন
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে আদালতের নিদের্শে নর্থ পোল্ট্রি ফার্মের প্রায় ৫শ’ ফিট সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
জানা য়ায়, উত্তর চাঁদখানা চরকবন্দ গ্রামের নর্থ পোল্ট্রি ফার্মের পুর্ব দিকের সীমানা সংলগ্ন ১ একর ৪০ শতক জমি উদ্ধারের আদেশ দেন আদালত। ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আতাউর রহমান বাদি হয়ে ২০১৬ সালে নীলফামারী সহকারী জজ আদালতে জমি উদ্ধারের মামলা করেন।
নর্থ পোল্ট্রি ফার্মের এমডিকে বিবাদি করে দায়ের করা মামলায় আদালত বাদি পক্ষকে ডিক্রি দেন। আদালতের দেয়া রায়ের পরিপ্রেক্ষিতে বাদি পক্ষের জমি উদ্ধার করতে স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।নর্থ পোল্ট্রি ফার্মের এমডি আলহাজ্জ্ব কামরুল ইসলাম মানিক ক্ষোভ প্রকাশ করে জানান, ওই জমির বায়নানামা হিসেবে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আতাউর রহামান তার নামীয় একাউন্টে ২০ লাখ নিয়েছে। যার রশিদ আমার কাছে রয়েছে। পরে জমির দখলসত্ত্ব ছেড়ে দেয়ায় প্রচীর নির্মাণ করি।
জমির খারিজ করা বাবদ ১ লাখ ২০ হাজার টাকা নেয়। পরবর্তীতে কবলা করে দিতে টালবাহানার আশ্রয় নিয়ে গোপনে মামলা করেন। এ যাবত আদালতের কোন নোটিশ পাইনি। হঠাৎ করে ফার্মের প্রাচীর ভেঙে দেয়ায় শত-শত কোটি টাকার মালামাল অরক্ষিত হয়ে পড়ল। প্রতারণা করলে কেমন করে শিল্প প্রতিষ্ঠান গড়ব। নোটিশ পেলেতো সমস্যার সমাধান করতাম।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান জানান,আদালতের নির্দেশে ব্যক্তি মালিকানা জমি উদ্ধার করা হয়েছে। বিবাদি নোটিশ পেয়েছে কি না সেটা আদালতের বিষয়। আমাকে আইন শৃংঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমি শুধু অর্পিত দায়িত্ব পালন করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT