1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড মাহমুদুল আলম বাবু পঞ্চগড়ে আটক - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড মাহমুদুল আলম বাবু পঞ্চগড়ে আটক

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ১৭ জুন, ২০২৩
দেশেরকথা

 177 বার পঠিত

ব্যুরো চীফ ময়মনসিংহ>জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় মাস্টারমাইন্ড প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়েছে।শনিবার (১৭ জুন) সকাল ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটির চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে চিলাহাটি উপজেলার চর তিস্তাপাড়ায় মন্তাজুর নামে এক আত্মীয় বাড়িতে মাহমুদুল আলম বাবু আত্মগোপনে ছিলেন। সেখান থেকে র‌্যাব তাকে আটক করেছে।বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাও এ তথ‌্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এর আগে নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে দশ জনকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়েছে।

বাকিদের আটক করার চেষ্টা চলছে।উল্লেখ্য, সংবাদ প্রকাশকে জেরে বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার (১৬ জুন) তাকে ওই পদ থেকে সাময়িক বহিস্কার করা হয় বলে জানা গেছে।

আরো পড়ুনঃ সাংবাদিক নাদিম হত্যা : আ’লীগ নেতাসহ ২২ জনকে আসামি করে মামলা

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park