আজ থেকে বাজারে আসছে নতুন নোট। দেশের বাজারে ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করা নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট আজ থেকেই পাওয়া যাবে বলে জানা যায়।
গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কাল (আজ) বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।’
নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হয়ে দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন। গভর্নরের স্বাক্ষর করা প্রথম নোট হতে যাচ্ছে এগুলো। এর আগে অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকা মূল্যমানের নোটে ছিল তার স্বাক্ষর।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT