বাংলাদেশ সময় রাত ৯ টায় আবুধাবি শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশ মহিলা দল ৪ রানে জিম্বাবুয়েক হারিয়ে নিগার সুলতানাদের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড।
বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়াটাই বাংলার কাপ্তান নিগার সুলতানা জ্যোতির চাওয়া । তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’
আরো পড়ুনঃ আওয়ামী লীগ কখনোই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ দলের অধিনায়ক আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’
এর আগে গ্রুপপর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল নিগার বাহিনী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১২৯ রান। গোটা আসরে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা রয়েছেন দারুণ ছন্দে।
জ্যোতি যেনো বাংলার ম্যাশ। গোটা দলকে আগলে রাখছেন নিজের মতো করে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT