1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায়  সততাই সাংবাদিকতার মূলমন্ত্র : কাদের গনি চৌধুরী জমিদারহাট বি.এন. উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাক্তন ছাত্র আবু ইউসুফকে সম্মাননা এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন চকরিয়ায় ব্যবসায়ীসহ ২ জন খুন বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা রাজাপুরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’র লিফলেট বিতরণ। ড. এ. কে. ফজলুল হক দক্ষিণ কোরিয়ায় GHAN আন্তর্জাতিক কর্মশালায় যোগদান নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মাভাবিপ্রবির  ৫ জন গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে শোকের ছায়া।

আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাৎ হোসেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। এসময় তিনি ৭ নং ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকা, ৯ নং ওয়ার্ডের পুরাতন ও নতুন কলাবাগান, লঞ্চঘাট ও স্টেশন রোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন এবং আগামী নির্বাচনে ন্যায়ভিত্তিক ও সাম্যের বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এড. মোঃ মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ হোসেন ও মোঃ রিয়াজ হোসেন, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, ৯ নং ওয়ার্ড সভাপতি রফিক হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস ঘরামী, ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইসরাফিল সিকদার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক রোকন, ছাত্রদল নেতা রাকিব, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ আল ইমরান, ছাত্র নেতা আবির লস্কর প্রমুখ।

গণসংযোগ চলাকালে এডভোকেট শাহাদাৎ হোসেন আবাসন প্রকল্প এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একটি মন্দির পরিদর্শন করেন। আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ব্যক্তিগত তহবিল থেকে পূজা উদযাপনে শুভেচ্ছা অনুদান প্রদান করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park