আইসিসি র্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হারের কারনে ওডিআই’তে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কিউইরা।
গত মে মাসের শুরুতে ইংল্যান্ডকে সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পতনে আবারো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশদের রেটিং পয়েন্ট এখন ১১৯। আর নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট এখন ১১৭।
আগামী ১১ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঐ ম্যাচ জিতলে ইংল্যান্ডের সমান রেটিং হবে কিউইদের। কিন্তু ভগ্নাংশের হিসেবে পিছিয়ে থেকে র্যাংকিংয়ের দ্বিতীয়স্থানেই থাকবে নিউজিল্যান্ড। আর ঐ ম্যাচ হারলে নিউজিল্যান্ডের রেটিং হবে ১১৪। দ্বিতীয়স্থানেই থাকবে তারা। আর অস্ট্রেলিয়ার রেটিং হবে ১০৬। তারা থাকবে পঞ্চমস্থানেই।
র্যাংকিংয়ে প্রথম দু’টি স্থানে পরিবর্তন আসলেও, পরের সবগুলো স্থানে কোন পরিবর্তন হয়নি। তৃতীয় থেকে দশমস্থানে যথাক্রমে আছে-
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT