496 বার পঠিত
বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল খেলছেন না ম্যাচে। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও।
আজ (শনিবার) ভারতের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন মাঠে খেলা শুরু হচ্ছে সকাল ১১টায়।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখা বাংলাদেশ দলের লক্ষ্য অজিদের বিপক্ষে মাঠে সেরাটা দেয়া। হাতের ইনজুরির কারণে দেশে চলে আসা সাকিব আল হাসানের বদলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত হলেও, বাংলাদেশকে মোটেও হাল্কাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। বিশ্বকাপ মঞ্চে দু’দলের একে অপরের মুখোমুখি হয়েছে চারবার।
বাংলাদেশ স্কোয়াড : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড