135 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্ ফ এর সহায়তায় স্বামীর সংসার কর্তৃক নির্যাতিত এক গৃহবধূ ফিরে পেয়েছে তার অধিকার।রবিবার বিকেলে উপজেলা শাখার ব্রাকের সালিশি কেন্দ্রে এ অধিকার ফিরে পায়। সদর ইউনিয়নের কেশবা গ্রামে এ ঘটনাটি ঘটে।
ব্রাক আইনি সুরক্ষা কর্মসূচি জানায়,কেশবা গ্রামের তৈয়ব আলীর মেয়ে তাছলিমা বেগমে’র সাথে রংপুর,তারাগঞ্জ দোহালী পাড়া গ্রামের নিলু মিয়ার ছেলে কাওছার আলী’র’ সাথে ১লাখ ৪১ হাজার টাকা দেনমোহরে ইসলামী শরীহ্ মোতাবেক ২০২০ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কিন্তু দাম্পত্য জীবনে’র কিছুদিন যেতে না যেতেই তাছলিমা যৌতুকলোভী স্বামীর নির্মম নির্যাতনের শিকার হন। আর অভাবি পিতা’র পক্ষে যৌতুকের দাবি মেটাতে না পারায় আশ্রয় নেয় পিতার বাড়িতে।
অবশেষে তার নারীত্ব জীবনের প্রাপ্যতা ফিরে পেতে বিনামূল্যে আইনি সহায়তার জন্য চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দ্বারস্থ হন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেল্ ফ অফিসার মোখলেছুর রহমানের নিকট।পরে তাছলিমা তার স্বামীর সংসার করতে না চাইলে উভয় পক্ষের সালিশ বৈঠকের রায়ে দেনমোহরের ১লাখ ১০ হাজার টাকা ওই অফিসার আদায় করে গৃহবধুর হাতে তুলে দেন।
সেল্ ফ অফিসার মোখলেছুর রহমানের মাধ্যমে আইনি সহায়তা পেয়ে তার অধিকার ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। এ অর্থ দিয়ে তিনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন বলে জানান।