19 বার পঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম দ্রুতগামী রিকশার ধাক্কায় আহত হয়ে মেডিকেলে নেওয়ার পথে মারা গেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে নতুন কলাভবনের অভিমুখে ঘাতক রিকশাটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। এ সময় আর একটি রিকশা ডেইরি গেটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। রিকশা দুটি হঠাৎ মুখোমুখি হওয়ায় গতি সামলাতে না পেরে রাস্তা হেঁটে পার হওয়া শিক্ষার্থীকে ধাক্কা মারে এবং সে গাছের ওপর আছড়ে পড়ে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায় দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ডা. সাব্বির বলেন, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।