78 বার পঠিত
শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই দোকান। আলু, পেঁয়াজ, ডিম,কাচা মরিচ,বেগুন,লাউ,লাল শাকসহ প্রায় ১৯ ধরনের নিত্য পণ্যের এসব দোকান বসানো হয়েছে।
সিন্ডিকেটের কারণে বাংলাদেশের সবজয়গা শাক-সবজির দাম আকাশছোঁয়া। এ অবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে বিনালাভে প্রতি কেজি ডিম প্রতি পিচ ১২ টাকা, আলু কেজি প্রতি ৬০ টাকা, পেয়াজ প্রতি কেজি ১০৫ টাকা, কাচামরিচ ৯০ টাকা,দরে পণ্য বিক্রি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অপেক্ষাকৃত কমদামে এসব পণ্য পেয়ে খুশী ক্রেতারা।
আয়োজকরা জানান, সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে এসব পণ্য বিক্রি করা যাচ্ছে। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এবং দ্রব্যমুল্য স্বাভাবিক না আসা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেন সার্বিক সহযোগিতায় থাকা মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থীদের সাথে সহযোগী সংগঠন হিসেবে কাজ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিডি ক্লিন এর সদস্য তামিম, আকিব,জিয়ন, সোহাগ, সানি আকাশ, মোস্তাফিজ(রেড ক্রিসেন্ট সোসাইটি), জুনায়েদ, বনি (বিডি ক্লিন), মিদুল,সোহান ও অনি।