রাজবাড়ী প্রতিনিধি>নানা দশকের অনেক তারকা সামাজিক কাজকর্মে ছিলেন আলোচনায়।ধর্মীয় রীতিমতেও অনেকের নাম চলে আসে।নায়ক রাজ রাজ্জাক সহ অনেক ধর্ম পালনে বেশ মনোযোগী ছিলেন।মিশা সওদাগর কিংবা ইলিয়াস কাঞ্চন সহ অনেক তারকাও ধর্ম পালনে বেশ মনোযোগী সে কথাও অজানা নেই করো।
আশির দশকের জনপ্রিয় চিত্র নায়িকা রোজিনা। নিজের নানার বাড়িতে তৈরি করছেন তিনি একটি মসজিদ। ব্যায় হয়েছে প্রায় ২ কোটি টাকা।তুরস্কের নকশায় নির্মিত হয়েছে মসজিদ টি।তার মায়ের নামে মসজিদটির না দিয়েছেন মা খাদিজা দশ গম্বুজ মসজিদ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫ নং ওয়ার্ডে অবস্থান মসজিদটির।সম্প্রতি আনুস্ঠানিকভাবে চালু হয়েছে এই মসজিদ।
নায়িকা রোজিনা কাছে মসজিদ নির্মানের পেছনের গল্প জানতে চাইলে তিনি বলেন,আমি অনেক দেশ বিদেশে গিয়েছি,আমি দেখেছি এত সুন্দর সুন্দর আল্লাহর ঘর,আমি মুগ্ধ হয়ে যেতাম।
আমি তখনই নিয়ত করতাম আল্লাহ যদি আমাকে তৌফিক দান করতো,আমি এমন একটা সুন্দর মসজিদ বানাতাম।তো যাই হোক আল্লাহর দরবারে শুকরিয়া যে তিনি আমার মনের আশাটা পূরন করেছেন।
সামাজিক আরো কাজে অংশ নিতে চান রোজিনা। অবদান রাখতে চান মানুষের কল্যানে।তার এমন ভাবনা তার এমন কাজ হয়তো পরিচিত করায় একজন মানবিক মানুষ হিসাবে।