145 বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি>১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কমলগঞ্জ উপজেলার আলীনগর কিশোর কিশোরী ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ সকাল ১০ টায় কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কিশোর কিশোরী ক্লাবে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে জেন্ডার প্রমোটার ইয়াছিন আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে প্রক্ষিক মোহিনী সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন আবৃত্তি শিক্ষক হেপী আক্তার, সঙ্গীত শিক্ষক মৌমিতা সিনহা প্রমুখ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম, কর্মজীবন, জীবনাদর্শ, দেশপ্রেম ও আর্তমানবতার সেবা এবং সকল শিশুর সমান অধিকার আদায়ে অবদানে কথা গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।