57 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি> ১লা মে জাতীয় শ্রম দিবস এবং বর্তমান সময়ে প্রচন্ড তাপ দাহ উপলক্ষে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আখের রসের শরবত বিতরণ করা। বুধবার সকাল ১১ টায় খাগড়াছড়ি শাপলা চত্বর সাংবাদিক ইউনিয়নের সামনে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখের রসের শরবত বিতরণের শুভ সূচনা করেন।
এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে প্রচন্ড তাপ দাহে শিক্ত জন সাধারণদের মাঝে আখের রসের শরবত বিতরণে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সাংবাদিক বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী জানান, সারা দেশে বর্তমান সময়ে প্রচন্ড তাপ দাহে অতিষ্ঠ হয়ে পরেছে। দেশের বিভিন্ন জায়গার অতি তাপ দাহে অনেকে
মৃত্যু বরণ করেছে। আর যারা শ্রমজীবি খেটে খাওয়া মানুষ, তাদের পেটের দায়ে রাস্তায় বের হতে হয়। তাঁদের শ্রমের বিনিময়ে আজকে উন্নত জীবন যাপন করছি। আজ তাই বিশ্ব শ্রম দিবস উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
আর আমাদের এমন মহতি উদ্যোগ দেখে যদি কোনো বিত্তবান মানুষ এগিয়ে আসে তাহলে আমরা মনে করবো আমাদের উদ্যোগটি স্বার্থক হয়েছে।