130 বার পঠিত
পবিত্র রমজান উপলক্ষে রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এক অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট মো: শাহেদ আরমান। জেলা প্রশাসক লক্ষ্মীপুর তত্ত্বাবধানে এবং রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের স্যারের পরিচালিত এই অভিযানে ৯টি মামলা দায়ের করে মোট ৩৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার, লক্ষ্মীপুর, স্যানিটারি ইন্সপেক্টর ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ। অভিযানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি করার বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্বারোপ করেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষও বাজারের নিয়ন্ত্রিত মূল্য পাওয়ার আশ্বাস পাচ্ছে এবং আইন অনুসারে ব্যবসায়ী মহলকে সতর্ক করা হয়েছে।