213 বার পঠিত
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী এর সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর ) সকালে উপজেলা হলরুমে সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাহবুব মুর্শেদ লিটন। হাতিয়া থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোহাম্মদ আমির হোসেন। হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুন্দার, উপজেলা কৃষি অফিসার আব্দুল বাজেদ সবুজ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদুল ইসলাম,হাতিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর চিদ্দিক, উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আকবর হোসেন, হাতিয়া সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের প্রতিনিধি রাহেদ উদ্দিন,কোস্ট গার্ডের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি। মুক্তিযোদ্ধা, এবং উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ স্কুল, কলেজ এর প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন,আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী জানান , বহুদিন ধরে প্রতারক চক্র অনুদানের চেক দেওয়া হবে বলে প্রতারণা করে আসছে। আমি বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করি। আমাদেরকে আরও সচেতন হতে হবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন বিভিন্ন ইউনিয়নে জাল জন্মসনদ তৈরি হচ্ছে কয়েকদিন আগে বুড়িরচর ইউনিয়নে হাবিবুর রহমানকে জাল জন্মসনদ দোষ স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনি যে ইউনিয়নের আইডি ব্যবহার করে এ অপরাধ করেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
চুরি, ডাকাতি, মাদক, নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে আহ্বান করেন বক্তারা।এ সময় বক্তারা আরও বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে হবে। মাদকের ভয়াবহতার কারণে যুবসমাজ এখন ধ্বংসের পথে। মাদকের সাথে অনেকেই জড়িত রয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্পটে মাদক দিনে রাতে বিক্রি হচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানান উপস্থিত বক্তারা।এছাড়াও হাতিয়া উপজেলায় যে সকল স্থানে ইয়াবা, মদ, গাঁজা,বিক্রি হচ্ছে ঐ সকল স্থানে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন, নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী । আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, নারী নির্যাতন চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও