এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট কোম্পানি ফরএভার ভয়েসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন মেয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার মানুষের এআই প্রেমিকাও হারিয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফরএভার ভয়সেস ২৩ অক্টোবর থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এর আগে এই কোম্পানির সিইও মেয়ারকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভবনে বাক্স পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। এতে ওই ভবনটির ৩ লাখ ৬০ হাজার ডলার পরিমাণের ক্ষতি হয়।
এদিকে সিইও গ্রেপ্তার হওয়ার ফরএভার ভয়েসেসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই চ্যাটবটের মাধ্যমে এআই প্রেমিকারা আর কারও সঙ্গে চ্যাট করছে না।
জানা গেছে, ক্যারিন মার্জোরির মতো ইনফ্লুয়েন্সাররের মতো ব্যক্তিত্বদের দিয়ে এআই চ্যাটবট তৈরি করেছিল ফরএভার ভয়েসেস। টেলিগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা এই ব্যক্তিদের সঙ্গে চ্যাট করতে পারতেন। যদিও এতে প্রাপ্ত বয়স্ক কনটেন্ট দেওয়ার কথা ছিল না। তবে ব্যবহারকারীরা একসময়ে এটিতে যৌনতাবিষয়ক আলোচনা শুরু করেন।
কার্যক্রম বন্ধ হওয়ার আগে ফরএভার ভয়েসেসের অ্যাকাউন্ট দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছিল।
সুত্র: ইনডিপেনডেন্ট
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT