1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
 হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউনিয়ন  বিএনপি - দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম বিপুল উৎসাহে বোরো আবাদে ব্যস্ত কৃষক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ হিমেল হাওয়ায়  সহানুভূতির  উষ্ণতা  দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন আমরা আর বেশি দিন নাই ,চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না: উপদেষ্টা সাখাওয়াত ১৫০ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা ঊম্মাহ এইড নেটওয়ার্কের উদ্যোগে মোরেলগঞ্জ  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, সরঞ্জাম জব্দ ফরিদপুরের সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউনিয়ন  বিএনপি

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

 28 বার পঠিত

জামালপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে

  শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে আয়োজনে ছিলেন ২ নং শরিফপুর ইউনিয়ন বিএনপি, সার্বিক সহযোগিতা করেন রকিবুল হাসান।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র পরিবারের এ সময় কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন  রকিবুল হাসান সহ ইউনিয়ন বিএনপি।

বুধবার( ৯জানুয়ারী) শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠানে শরিফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান হামিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুলের সঞ্চালনায়,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ সেলিনা বেগম, সদর উপজেলার বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকসেদুর রহমান হারুন ও ইউনিয বিএনপির সিনিয়ার সহসভাপতি সুজাউদ্দৌলা চিস্তী, সহ-সভাপতি মোস্তফা কামাল দুলাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার জুনায়েদ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক, সাধারণ সম্পাদক নুর ইসলাম, শ্রমিক দলের সভাপতি মামুন ফকির, সাধারণ সম্পাদক মানিক উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারেছ উদ্দিন, কৃষক দলের সভাপতি বাবুল সরকার ও সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গরীব দুস্থ ও অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ,ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। অসহায় শীতার্থ মানুষের মাঝে সাহায্যে জন্য ইতোপূর্বে   ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক নিজ বাড়ি থেকে  শতাধিক কম্বল বিতরণ করারপর আজ তার চাচা রকিবুল হাসানের সহযোগিতায় ইউনিয়ন বিএনপি  পরিকল্পনার   এখন পর্যন্ত  ৬ শতাধিক কম্বল অসহায় পরিবার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামী দিনে ইউনিয়নের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানান তিনি আরো বলেন,সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন ।

ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল তার উপস্থাপনা  সময় বলেন,

সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা ইউনিয়ন বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের ইউনিয়ন বিএনপি সহযোগিতায়  অসহায় শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী 

 অব্যাহত থাকবে। আমাদের বিএনপি পরিবারের লক্ষ্য হচ্ছে, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সাহায্যের হাত প্রসারিত করা। বিএনপির সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের  মূল লক্ষ্যকে 

  পূরণ করার জন্য  সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপস্থিত শীতার্ত অসহায় দরিদ্র মানুষের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করেন এবং তাঁর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park