108 বার পঠিত
ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে মোটর সাইকেলকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থালেই মারা যান । তিনি উপজেলা খাগাটি জামতলী গ্রামের গোলাম মোস্তফা (৩৫)।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, রাজিব পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থালেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়।
ত্রিশাল থানার এসআই তানভীর জানান, বাস ও মোটর সাইকেল দুইটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।