169 বার পঠিত
গভীর রাতে পাগলিকে ধর্ষণ,চায়ের দোকানির বিরুদ্ধে মামলা
রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুরে উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে “রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০” বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ যোঘণা ও রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের দাবিতে রাজাপুর প্রেসক্লাব চত্বরে সোমবার (০১ নভেম্বর) বেলা ১১ টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রোগ্রাম অফিসার ও উপজেলা সম্মনয়কারী সুরঞ্জিত দাস ও নাসরিন সুলতানা মুন্নী’র সমন্নয়ে নাজমা ইয়াসমীন মুন্নী’র সভাপত্বিত্বে মানববন্ধনে বক্তাব্য প্রদান করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নাজমা ইয়াসমীন মুন্নী,ইউপি সদস্য লাভলী আক্তার,ফাতিমা আক্তার খুশি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা,“রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০” বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ যোঘণা, রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সম্পাদক,যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ একটি গুরুত্বপূর্ণ পদে নারী অন্তরর্ভূক্তি করণ,নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলিতে নারী অন্তরর্ভূক্তির বিষয়টি নিয়মিত মনিটরিং,কেন্দ্র,জেলা,উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক দলের কমিটিতে নারীর অন্তুর্ভূক্তির সময়সীমা এবং এ বিষয়ে প্রতি বছর অগ্রাধিকার হালনাগাদ প্রতিবেদন ইসি’র জমা দেওয়ার বিষয়টি আরপিওতে অন্তর্ভুক্ত,স্থানীয় সরকার নির্বাচনে এক-তৃতীয়াংশ(৩৩%)নারীকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া সহ স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহন নয়,নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করনের দাবী জানায়।
মানববন্ধন শেষে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের সমীপে স্বারক লিপি প্রদান করেন