1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সৌখিন বিলাসি বৃক্ষ প্রেমী উদ্যোক্তা উৎপল সরকার - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন

সৌখিন বিলাসি বৃক্ষ প্রেমী উদ্যোক্তা উৎপল সরকার

সঞ্জয় শীল
  • প্রকাশ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
সৌখিন বিলাসি বৃক্ষ

 193 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সৌখিন বিলাসি বৃক্ষপ্রেমী উৎপল সরকার। বনসাই, সাইজে ছোট ও ঘরের মধ্যে দীর্ঘদিন সূর্যের আলো ছাড়াই টবে ও মাটিতে রাখতে পারেন আপনারা। ২০০ টাকা থেকে প্রায় ২ লক্ষ টাকা দামের সৌখিন বৃক্ষ আছে তার সংগ্রহে।  তিনি নবীনগর পশ্চিম পাড়ার বাসিন্দা। 

উৎপল সরকারের বাড়িতে গিয়ে দেখা গেছে,  বারান্দায়, ঘরের মধ্যে,  ছাদে সাজানো রয়েছে ক্যাকটাস, কাঁটামুকুট, স্যাকুলেন্ট, স্ন্যাক প্ল্যান্ট, হোয়ার্থিয়া, জিম্নো, এস্ট্রো, ফেরো, মেমালিয়া, রিবুশিয়া, স্টেপলিয়া, অর্কিড, বনসাই  ইত্যাদি জাতের বৃক্ষ।

শৈশবে রাজশাহী বেড়াতে গিয়ে সৌখিন বিলাস বহুল গাছের প্রেমে পড়েন বলে জানান তিনি। প্রথম প্রথম গাছ সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হতো তাকে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে সংগ্রহ করেেছন অনেক গাছ। বেশি দাম হওয়ায় ও অনেক সময় পরিবহন করার সময় গাছ নষ্ট হয়ে যেতো কিংবা মরে যেতো। তবু সৌখিন গাছের সন্ধান যেখানে পেয়েছেন সেখানেই ছুটে গেছেন তিনি। 

বিশ্বের বিভিন্ন দেশ থেকেও গাছ আনার চেষ্টা করছেন তিনি। আবহাওয়া ও পরিবহনের কারনে দামি দামি অনেক গাছ মরে গেছে। এখন নিয়মিত গাছ নিয়ে গবেষণা ও পড়াশোনা করছেন তিনি। বিভিন্ন গাছ নিয়ে পরামর্শ করছেন প্রাণি ও উদ্ভিদ গবেষকদের সাথে। 

শখের সৌখিন গাছের প্রেমে পড়ে ধীরে ধীরে ব্যবসায়ী হয়ে উঠেন তিনি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ( অনলাইনে ) ও সরাসরি সৌখিন গাছ বিক্রি করেন তিনি। 

তার ফেসবুক পেজের নাম প্রকৃতি।  পেজে গিয়ে আপনার পছন্দসই সৌখিন বৃক্ষ সংগ্রহ করতে পারবেন আপনারা। গাছের নাম, ছবি, দাম দেয়া আছে পেজে। অর্ডার করলেই অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা সরাসরি উনার বাসায় গিয়ে হাতে হাতে পেতে পারেন আপনার পছন্দের গাছ। 

উৎপল সরকার জানান, ২০১৩ সাল থেকে গাছ সংগ্রহ করছি আমি।  আমার স্বপ্ন আছে বড় পরিসরে সৌখিন বৃক্ষের বাগান করার। তা যত দামের হউক।

কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, সৌখিন মানুষের কাছে উনার বৃক্ষ গুলোর চাহিদা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করবো উনাকে কৃষি বিষয়ক সহযোগিতা করতে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park