114 বার পঠিত
সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘মানা বে ওয়াটার পার্ক’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে আসল, কে গেল আমাদের দেখার বিষয় না। সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার সরকার তাই করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি যাদের এ ধরনের ভুল ধারণা রয়েছে, অচিরেই তাদের ভুলটা কেটে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও ভাইস চেয়ারম্যান আকবানি সাশিন হাসান, চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানি প্রমুখ।