172 বার পঠিত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান প্রদান করেছে আনন্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সিলিং ফ্যান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা (ভারপ্রাপ্ত) পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শাকিলা বিল্লারিয়া, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, যুব লীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা সাবেক ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গণেশ শীল, সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম প্রমূখ।