79 বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন ওয়ারেন্টভূক্ত আসামিসহ ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাত হতে বুধবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন-আল আমিন মিয়া, মেহেরাজ হোসেন, সোহাগ মিয়া, সাজ্জাদ হোসেন, মনজু মিয়া আব্দুল আলীম, স্বপন চন্দ্র সরকার, সানজু মিয়া, সুজা মিয়া, বাবু মিয়া, সন্তোষ কুমার, আফজল হোসেন ও আব্দুল আজিজ মিয়া।
থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। তাদেরকে জুয়া আইনে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।