46 বার পঠিত
সামাজিক ও এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমকে চাটখিল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম’কে সমাজ সেবা ও এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখায় চাটখিল উপজেলা প্রেসক্লাব’ বিশেষ সম্মাননা প্রদান করেছে।এই উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ২৩ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে জাহাঙ্গীর আলমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, চাটখিলউপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন।বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াছিন চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন পাটোয়ারী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম (রিয়াদ), ক্রীড়া সম্পাদক মাহবুর আলম, তিন সদস্য নজরুল দেওয়ান, পলাশ ভট্রাচার্য ও ইসমাইল হোসেন সজিব।
এ সময়ে বক্তব্য রাখেন – চাটখিলে পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্য পাটোয়ারী, জেলা আওয়ামী-লীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান।
শেষে সমাজ সেবা ও এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ অবদানের জন্যে চাটখিল জাহাঙ্গীর আলমকে বিশেষ সম্মাননা স্মারক হাতে তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় জাহাঙ্গীর আলম তাকে সম্মাননা প্রদানে প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার প্রধানমন্ত্রী সাংবাদিক বান্ধব আমি তাঁর কাছ থেকে শিখেছি সাংবাদিকদের কিভাবে সম্মান করতে হয়। তিনি আরো বলেন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের জন্যে সব সময় তার দরজা খোলা। যে কোন প্রয়োজনে তিনি সাড়া দিতে প্রস্তুত।