এবার ঘুমন্ত অবস্থায় মাদরাসার দুই শিক্ষার্থীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা দুজনের মরদেহ নিজ গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়েছেন। গতকাল রবিবার ৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে চন্দ্রবাস হাফিজিয়া দারুল উলুম কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।
এদিকে নিহত শিক্ষার্থীরা হলো: দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার শওকত আলির ছেলে জুনায়েদ (১৪) ও একই পাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩)। তারা মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী।
এ বিষয়ে মাদরাসার মুতাহিম মুফতি জহুরুল ইসলাম বলেন, মাদরাসায় পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় রাতের যেকোনো সময় দুই ছাত্র জুনায়েদ ও আব্দুল্লাহকে সাপে কামড় দেয়। পরে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে গ্রামের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে তাদের চিকিৎসা দেয়া হয়।
এতে অবস্থার আরও অবনতি হলে শনিবার সকালে দুজনকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের একটি মাদরাসায় দুই শিক্ষার্থীকে সাপে কাটলে হুজুররা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হন্তান্তর করা হয়েছে।