1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণীসম্পদ অধিদপ্তরের সহায়তা - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণীসম্পদ অধিদপ্তরের সহায়তা

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

 89 বার পঠিত

সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের আর্থ সামাজিক উন্নয়ণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চব্বিশটি পরিবারকে পশু পালনে (ভেড়া ) প্রদান করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে দপ্তরের মহা পরিচালক ডাঃ মঞ্জুর মোহাম্মদ শাহজাদা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি চব্বিশ পরিবারের মাঝে পশু পালনে ৪৮টি ভেড়া তুলে দেন।
এসময় তিনি বলেন, দেশের খাদ্য ঘাটতি পুরণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামুল্যে পশু বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ভেড়া বিতরণ করা হলো। তা লালন-পালন করে প্রতিটি পরিবার স্বাবলম্বী হবেন বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে রংপুর বিভাগের প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ড. ইসমাইল হক এর সভাপতিত্বে ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে আদিবাসী নারীরা নেচে গেয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রশাসনের কর্মকর্তাদের বরণ করে নেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park