130 বার পঠিত
কুড়িগ্রাম) প্রতিনিধি>কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রৌমারী উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার আয়োজনে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও প্রীতিভোজ।
(২১নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা মোড়ে এসে শেষ হয়। সকাল ১০টায় নিজ কার্যালয়ে উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট (অবঃ) জিন্নাত আলীর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. সোহরাব হোসেন, মো. সামছুল হক, মো, এমদাদুল হক, মো. আব্দুর রউফ, মো. আবুল কাশেম, আশরাফুল ইসলাম, আব্দুস সালাম, মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ল্যান্স কপোর্রাল (অবঃ) আফজাল হোসেন বিপ্লব, উপজেলা সশস্ত্র বাহিনী (অবসর প্রাপ্ত) কল্যাণ সংস্থার সদস্য সার্জেন্ট (অবঃ) মো. ইয়াকুব আলী, ফ্লাইট সার্জেন্ট (অবঃ) মাহবুব হোসেন, পেডি অফিসার (অবঃ) আক্কাস আলী, সার্জেন্ট (অবঃ) নাছির উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে দুপুর ২টায় প্রীতিভোজের মধ্য দিয়ে দিবসের সমাপ্ত করা হয়।