137 বার পঠিত
সরকারের পতন না করে আমরা মাঠ ছাড়বো না। সারাদেশ অচল করে ঘেরাও করে রাখা হবে। আগামী কিছু দিনের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে।
এসরকারের পতন হবেই হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অধিকার আমরা অর্জন করেছিলাম যে, আমরা আমাদের সরকার নির্বাচন করব।
এই দুঃশাসন, এই অপশাসন, এই নিপীড়ন, এই জুলুম
এসব থেকে আমাদের
মুক্ত হতে হবে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার (২৩ মার্চ) বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর অভিমুৃখে রোড মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুর ১টায় ঝালকাঠি শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে এসভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর বীরউত্তম, যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, নাজিমুদ্দিন আলম, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টিপু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল প্রমুখ।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুণ্ঠন, প্রকাশ্যে লুট করা হচ্ছে দেশের সম্পদ এবং পাচার করা হচ্ছে বিদেশ। এই দেশটা শান্তিপূর্ণ হোক, এদেশের মানুষ সুখে থাকুক, সারা দুনিয়ার মানুষ থাকুক। দেশের মানুষ কষ্টে আছে। তারা যেন এই শৃঙ্খল থেকে মুক্তি পায়-নিপীড়নের শৃঙ্খল, দুর্নীতি-অনাচারের শৃঙ্খল, অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতেই নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হতে হবে। যতদিনে নির্বাচন না হবে ততদিনে মাঠে থেকেই আন্দোলন সংগ্রাম করে যাবো। অচীরেই এসরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো।